March 29, 2024, 10:50 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি: ৬ হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি: ৬ হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ডেঙ্গুজ¦র নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার অপরাধে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল, ল্যাব সায়েন্স, ধানমন্ডি ক্লিনিক, বাঁধন হাসপাতাল, আল আরাফাত ও গ্রিন লাইফ হাসপাতালকে জরিমানা করা হয়েছে। এছাড়া মিটফোর্ড তামিম সার্জিক্যাল ফার্মেসি, ইছামতি ফার্মেসি ও রাতুল ফার্মেসিকে পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকার অপরাধেও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ও কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে শুনানির ভিত্তিতে এসব জরিমানা করা হয়। বিষয়টি জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন ও মো. আবদুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুজ¦র নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় যে মূল্য নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে মিটফোর্ড এলাকায় বিভিন্ন হাসপাতালে তদারকি করা হয়। এসময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত রাখায় বাঁধন হাসপাতাল ও আল আরাফাত হাসপাতালকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তামিম সার্জিক্যাল ফার্মেসি, ইছামতি ফার্মেসি ও রাতুল ফার্মেসিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে গত মঙ্গলবার অভিযান চালিয়ে ডেঙ্গুজ¦রের টেস্টে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে কয়েকটি হাসপাতালকে তলব করে প্রতিষ্ঠানটি। এরপর গতকাল বুধবার কারওয়ান বাজারের কার্যালয়ে শুনানি হয়। শুনানির ভিত্তিতে সেন্ট্রাল হাসপাতাল, ল্যাব সায়েন্স, ধানমন্ডি ক্লিনিক এবং গ্রিন লাইফ হাসপাতালকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে ল্যাবএইড ও ইবনে সিনা হাসপাতালকে যথাক্রমে ৫০ হাজার ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর