March 28, 2024, 10:20 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

জাতীয় সংসদের ৪৩ কর্মকর্তা-কর্মচারী মহামারী মরন ব্যাধী করোনায় আক্রান্ত

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

জাতীয় সংসদ ভবন।ফাইল ছবি

নমুনা পরীক্ষায় সংসদ সচিবালয়ে কর্মরত ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।আগামীকাল ১০ জুন ২০২০ ইং তারিখ বুধবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের ৩০০ কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয় সংসদ সচিবালয়।গত ২ জুন থেকে সংসদের মেডিকেল সেন্টারে তারা নমুনা দেন।গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার নমুনা সংগ্রহ ও টেস্ট সম্পন্ন হয়।এতে ৪৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।তবে আক্রান্ত দের অধিকাংশেরই শরীরে কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।সংসদের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক জানান, ৪৩ জনের মধ্যে গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার ১১, গত ৭ জুন ২০২০ ইং তারিখ রবিবার ১৬ ও গত ৬ জুন ২০২০ ইং তারিখ শনিবার ৪ জনের করোনা পজিটিভ আসে। বাকিদের এর আগে শনাক্ত হয়।এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ব্যক্তিগতভাবে বাইরে নমুনা পরীক্ষা করিয়েছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান জানান, করোনা আক্রান্তদের সবাইকে রিপোর্ট আসার সঙ্গে-সঙ্গে হোম কোয়ারেন্টাইনে পাঠানে হয়েছে।টেস্টে পজিটিভ আসার বিষয়টি সংশ্লিষ্টদের মোবাইলে বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।এছাড়া সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস তালিকা ধরে আক্রান্তদের ফোনে জানিয়ে দিয়েছেন এবং সংসদ ভবনে আপাতত না আসার নির্দেশনাও অবহিত করেছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত কর্মকর্তাদের কারও কারও গতকাল ৮ জুন ২০২০ ইং তারিখ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিশনের বৈঠকেও দায়িত্ব পালনের কথা ছিল।তবে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদেরকে বৈঠকে যোগদান থেকে বিরত রাখা হয়।সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ কমিশন কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অংশ নেন।

প্রাইভেট ডিটেকটিভ/৯ জুন ২০২০ /ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর