March 29, 2024, 7:16 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু
ফাইল ছবি

জনবসতিপূর্ণ এলাকার কোরবানি পশুর হাট বাতিল-ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের জন্য জনবসতিপূর্ণ সব এলাকার অস্থায়ী কোরবানি পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সরে আসছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।তিনি বলেন, প্রান্তিক ব্যবসায়ী ও মুসলমানদের ধর্মীয় আবেগের কথা বিবেচনায় রেখে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় কিছু হাট বসবে এবং এর বাইরের অন্যান্য হাট বাতিল করা হবে।গতকাল ২ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো মেয়র আতিকুল ইসলামের এক ভিডিও বার্তায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।আতিকুল ইসলাম বলেন- আফতাব নগর, তেজগাঁও, উত্তরা (১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টর), মিরপুর ভাষানটেক, মিরপুর ৬ নম্বর ইস্টার্ন হাউজিংয়ের হাট বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর গাবতলী স্থায়ী হাট, বছিলা হাট, উত্তরা ১৭ নম্বরের খালি জায়গা, ডুমনি ও উত্তরখান মৈনারটেক, ভাটারা সাইদনগর এলাকায় হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে আমরা হাটের স্থান চূড়ান্ত করার চেষ্টা করছি। আশা করছি, আমরা করোনাকালে সার্বিক দিক বিবেচনা করে পশুর হাটগুলো পরিচালনা করতে পারব। তবে এক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।তিনি বলেন, কোরবানি পশুর হাটগুলোর স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার জন্য ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে। একই সঙ্গে হাট ইজারাদারদের শর্তের মধ্যে এসব বিষয় নিশ্চিত করতে কঠোর নির্দেশনা রাখা হচ্ছে। একই সঙ্গে প্রত্যেক হাটে একেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, যারা হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।মেয়র আরও বলেন, করোনার পাশাপাশি এখন এডিস বাহিত ডেঙ্গুর মশারও মৌসুম। এ কারণে আমরা গরুর হাটের কারণে ডেঙ্গু মশার যেন উপদ্রব না হয়, সেদিকেও বিশেষ খেয়াল রাখব।কোরবানির হাট ও পশুর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ডিএনসিসি মেয়র বলেন, আমরা এবার ২৪ ঘণ্টার মধ্যে সব আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়া নির্দিষ্ট স্থানে পশু জবাই করার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব।

প্রাইভেট ডিটেকটিভ/৩ জুলাই ২০২০ /ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর