March 29, 2024, 7:52 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

জগন্নাথপুরে পুলিশের সচেতনতা মূলক সভা

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে ভোলার বোরহান উদ্দিনে উদ্ভূত পরিস্থিতি ও ফেইসবুকে সৃষ্ট গুজব প্রতিরোধে জনপ্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মাওলানা শায়খ এমদাদুল্লাহ। বক্তব্য রাখেন, মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক শংকর রায় প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবদুল মান্নান ও গীতাপাঠ করেন প্রণব কুমার বণিক।
এ সময় উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আবু আইয়ূব আনছারী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ আনোয়ার হোসেন সহ শতশত জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভোলার বোরহান উদ্দিনে এক হিন্দু ছেলের ফেইসবুক হ্যাক করে একটি চক্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি মূলক ট্যাটার্স দিয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। ঘটনাকারীদের পুলিশ গ্রেফতার করেছে।
তবে এ ঘটনা নিয়ে জগন্নাথপুরে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ জন্য সবাইকে আরো সচেতন হতে হবে। পাশাপাশি আগামী শুক্রবার জুম্মার নামাজের সময় সর্বস্তরের মুসলিম জনতাকে প্রকৃত বিষয় জানিয়ে বয়ান পেশ করার জন্য মসজিদের ইমামদের প্রতি আহবান জানানো হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর