March 29, 2024, 4:09 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

জগন্নাথপুরে গরু ও নৌকা চোর সহ গ্রেফতার ৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গরু ও নৌকা চুরির দায়ে ৪ এবং অন্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নওয়াব আলীর ছেলে মানিক মিয়া, শেরপুর গ্রামের মৃত ওবায়েদ উল্লার ছেলে শামসুদ্দিন, কবিরপুর গ্রামের মনর উল্লার ছেলে রহিদ মিয়া, মৃত ওয়াহিদ আলীর ছেলে সুহেল মিয়া ও ফতেহপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে বাবুল মিয়া। এর মধ্যে গরু চুরি মামলার আসামী মানিক মিয়া ও নৌকা চুরি মামলার আসামী শামসুদ্দিন, রহিদ মিয়া, সুহেল মিয়া ও অন্য মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বাবুল মিয়া।
জানাগেছে, গত শুক্রবার রাতে জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই দিপংকর সরকার সহ পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে ১১ সেপ্টেম্বর শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন। স্থানীয়রা জানান, গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার রৌয়াইল গ্রামের হাজী আবদুল আজিজ ময়না মিয়ার গোয়ালঘর থেকে ১টি ষাড় ও ৩টি গাভী সহ ৪টি গরু চুরি হয়। এর মধ্যে চুরি যাওয়া ১টি গাভী হাড়গ্রাম থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া মাছ ধরার চুরি যাওয়া নৌকা সহ শামসুদ্দিন, রহিদ মিয়া সুহেল মিয়াকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন আসামীদের গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর