March 28, 2024, 10:04 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

ছাঁটায় আতংকে ৩০৭ জন শ্রমিক

শামসুল ইসলাম, লালপুর প্রতিনিধিঃঃ

 

ছাঁটাই আতংকে নাটোরের লালপুর উপজেলার নর্থ-বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৩০৭ জন শ্রমিক-কর্মচারী। চিনিকল সূত্রে জানা যায়, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বি এস এফ আইসি) লোকবল কমানোর উদ্দেশ্যে রাষ্ট্রয়াত্ত্ব সেতাবগঞ্জ, রংপুর, শ্যামপুর, পাবনা ও কুষ্টিয়া, চিনিকলের মাড়াই কার্যক্রম স্হগিত করেছে। আগামী মৌসুমে রাজশাহী ও ফরিদপুর চিনিকল বন্ধ ঘোষনা করা হবে।
বর্তমান নাটোর নর্থ-বেঙ্গল, ঠাকুরগাঁও, জয়পুরহাট, কেরু অ্যান্ড কোম্পানী লিমিটেড, মোবারকগঞ্জ ও জিলবাংলা চিনিকল চালু রয়েছে। লোকবল কমানোর সিদ্ধান্তে ১৫ টি মিলে কর্মরত প্রায় সাড়ে চার হাজার মৌসুমি ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত শ্রমিক-কর্মচারী উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
চিনিকল সূত্রে জানা যায়, নর্থ-বেঙ্গল সুগার মিলে মোট পদ সংখ্যা ১ হাজার ২৩৮ টি। কর্মরত আছেন ১ হাজার ১০৭ জন। দৈনিক হাজিরায় মৌসুমি শ্রমিক রয়েছেন ৩০৭ জন।
চিনিকলে দৈনিক ২৬০ টাকায় কর্মরত অফিস সহায়ক বুলবুল ইসলাম জানান, যেদিন কাজ থাকেনা সেদিন ওই টাকাটা পান না। চাকরির বয়সও শেষ হয়ে গেছে। কাজটা চলে গেলে পরিবার পরিজন নিয়ে একেবারে পথে বসতে হবে।
নর্থ-বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, মিলের বিভিন্ন বিভাগে দীর্ঘ ২০ বছর ধরে শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় কাজ করে আসছেন তারা। অথচ মিল কর্তৃপক্ষ স্হায়ী নিয়োগ দেয়নি। মিল চালানোর স্বার্থে দৈনিক হাজিরায় রেজুলেশনের মাধ্যমেই তাদেরকে মৌসুমি ও স্হায়ী পদের বিপরীতে যৎ সামান্য টাকায় মিলের কার্যক্রম চালিয়ে আসছেন। অথচ সদর দপ্তরের কর্তাদের নির্দেশে মিল কর্তৃপক্ষ বলছেন, দৈনিক হাজিরার চাকরি কোন চাকরি নয়। তখন প্রয়োজন ছিল তাই কাজ করানো হয়েছে, এখন প্রয়োজন নেই। এটা মেনে নেয়া যায় না। গোল্ডেন হ্যান্ডসেক বা মৌসুমিদের অভ্যন্তরীণ ও দৈনিক হাজিরায় কর্মরতদের বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বয় করার দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে শ্রমিক ইউনিয়ন।
নর্থ-বেঙ্গল সুগার মিলের ব্যবস্হাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, এই মিলে কর্মরত ৩৭৪ জন শ্রমিক-কর্মচারী কে ৮৯ দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আবেদনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর