March 28, 2024, 3:49 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে উল্টে নিহত ৫

সুমন সরকার,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন।

এছাড়া আহত হন অন্তত ১৫জন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াই দিকে

এ দূর্ঘটনা ঘটে।জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী বরকত (ঢাকা মেট্রো-ব ১১-৭৬৯০) পরিবহনের একটি বাস ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর নামকস্থানে পৌঁছুলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার উত্তর তাজপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে রিয়াজ উদ্দীন (২০), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা গ্রামের মৃত ভোলা নাথ সাহার ছেলে শ্রী বিকাস চন্দ্র সাহা (৪৮), টাঙ্গাইল সদরের বেতকা গ্রামের ভূবন সরকারের ছেলে সুনিল কুমার সরকার (৫০), লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার দোয়ানা গ্রামের সোবহান আলীর ছেলে বিদ্যুৎ (৩২) ও একই জেলার পাটগ্রাম উপজেলার বোতার ছাতা গ্রামের মহসীন আলীর ছেলে মাহবুল ইসলাম (২২)।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ রতন চন্দ্র শর্মা ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান জানান, চালকের দ্রুতগতিতে গাড়ী চালানোর কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে। বাসটি উল্টে গিয়ে দ্বি-খন্ডিত হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রাইভেট ডিটেকটিভ/৭এপ্রিল ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর