March 28, 2024, 11:47 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতারাগাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গণমাধ্যমের সাংবাদিকসহ  বিভিন্ন সংগঠনের নেতারাগাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর ব্যুরো অফিস


আলিফ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক বর্তমান এর ষ্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন সারোয়ার এর উপর সন্ত্রাসী হামলার দোষিদের গ্রেফতারের দাবীতে গতকাল দুপুর ৩টার দিকে গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সাইনবোর্ড ভ’ষিরমীল এলাকায়
প্রতিবাদ ও মানববন্ধন করেন ‘গাজীপুরের কর্মরত সাংবাদিকরা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে গাজীপুরের জেলায় কর্মরত প্রিন্ট-ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন সারোয়ার এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত ভ’ষিরমীল এলাকার মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ জড়িত সকল মাদক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে আর টিভি (টঙ্গী) প্রতিনিধি প্রলাশ প্রধান বলেন,মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনাকে ছোট করে দেখলে চলবে না। এর  সুদূরপ্রসারি প্রভাব আছে। সরকারসহ সবাইকে মনে রাখতে হবে, এর বিচার না হলে কেউ মাদক ব্যবসায়ীদের হাত থেকে কোন সাংবাদিক রেহায় পাবেনা।  তাই সময় থাকতে এ ব্যাপারে সতর্ক হতে হবে।এসময় ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চ্যানেল আই এর সাংবাদিক জাহাঙ্গীর আলম  বলেন, আমরা প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছি। আবার ৫৭ ধারায় যখন-তখন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাইনবোর্ড এর ঘটনা দেশের গণমাধ্যমের জন্য কলঙ্কজনক। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গাজীপুরসহ সারাদেশে সব সাংবাদিক নির্যাতনের বিচার চাই। অন্যথায় গাজীপুরের সকল সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। মানববন্ধনে আরও মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের কর্মরত গণমাধ্যমের সাংবাদিকসহ  বিভিন্ন সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে জয়দেবপুর থেকে সাইনবোর্ড বাসায় ফেরার পথে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল করে দেখা করার কথা বলে সাইনবোর্ড ভুষিরমীল এলাকায় সাংবাদিক তুহিন সারোয়ারের বাইক আটকিয়ে মাদক সন্ত্রাসী জাকিরসহ ১০/১৫/ জন অশ্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত করে পকেট থাকা নগদ ২৫৫০০, একটি অপ্পো এফ-থ্রি মোবাইল ফোন এবং একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকবাসী বাচাতে এগিয়ে এলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। এবিষয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর