March 28, 2024, 10:53 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে পানি ঘোলার চেষ্টা করছে বিএনপি: হাছান

কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে পানি ঘোলার চেষ্টা করছে বিএনপি: হাছান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নিয়মিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, কোটা আন্দোলনকারীদের ১৬টি বিকাশ এবং ৫টি রকেট একাউন্টে টাকা আসা, বিএনপি নেতাদের সঙ্গে তাদের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়া এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তাদের অশোভন বক্তব্য সব মিলিয়ে এটি শুধুমাত্র কোটা বিরোধী বা কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ নেই। বুঝাই যায় বিএনপি কোটা আন্দোলনকারীদের কাঁধে ভর করে রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলা করার চেষ্টা করছে। তিনি বলেন, ছাত্রসমাজ কোটা বাতিল এবং কোটা রাখা উভয়পক্ষেই আছে। তাই সরকারকে সবপক্ষের কথা শুনেই সিদ্ধান্ত নিতে হবে। সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকেই চালু রয়েছে। সাড়ে চার দশক ধরে এ পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতি হঠাৎ করে বাতিল করা যায় না। বাতিল করতে হলেও কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই লক্ষে ইতোমধ্যে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। সুতরাং এতোদিন পর হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা সবর হওয়ার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার উপ কমিটির সদস্যরা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর