March 29, 2024, 8:29 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

 কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এম.পি’র সাথে কানাডার রাষ্ট্রদূতরে সাক্ষাৎ

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

কানাডা এবং বাংলাদেশ রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক।১৯৭২ সালে এ দুই

দেশের মধ্যকার সম্পর্ক স্থাপিত হয়।বাংলাদেশ স্বাধীন হবার পরপরই বাংলাদেশকে

স্বীকৃতি প্রদান করে।কানাডা বাংলাদেশের ভালো বন্ধু প্রতিম দেশ।দুই দেশেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরাজমান।বঙ্গবন্ধু চেয়ার এর জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এম.পি।আজ  ৬ জানুয়ারি ২০২০ ইং তারিখ সোমবার কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এম.পি’র সাথে সচিবালয় তার অফিস কক্ষে কানাডার রাষ্ট্রদূত বেনোয়াট প্রেফন্তের (Mr. Benoit Prefontaine) সাক্ষাৎ করেন ।এসময় অতিরিক্ত সচিব পিপিসি উইং ড. মোঃ আবদুর রৌফ উপস্থিত ছিলেন।কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এম.পি বলেন;খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ শিল্পের যথাযথ বিকাশ হলে কৃষি সেক্টর লাভবান হবে। সেই সাথে সৃষ্টি হতো কর্মসংস্থানের নতুন ও বৈচিত্রময় ক্ষেত্র।এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগের কানাডার সহযোগিতা প্রয়োজন ।এছাড়া আমাদের কৃষিবিজ্ঞানী ,গবেষকদের এবং টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ সেক্টর আরও লাভবান হবে যা জাতিয় অর্থনীতির ভিতকে মজবুত করবে।রাষ্ট্রদূত বলেন,ঢাকা নিরাপত্তার দিক দিয়ে ভালো কোনো সন্ত্রাশবাদ নেই,শুধু জানজট আছে।বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন প্রশংসনীয়।দু’দেশের মাঝে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ়করণের লক্ষ্যে কাজ করছে কানাডা। কানাডার বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা যে কোন দেশের ব্যবসায়ী সমাজের মতামতকে গুরুত্ব প্রদান করে থাকেন।কানাডা কৃষি গবেষণা প্রশিক্ষণসহ টেকনিকাল সহায়তা করবে বাংলাদেশকে।এছাড়া কানাডায় হিমায়িত ও প্রক্রিয়াজাত খাদ্যের চাহিদা রয়েছে;আর বাংলাদেশের এই দুইটি খাতেই রপ্তানির সম্ভাবনা রয়েছে ।কানাডা এদশের শিক্ষা স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগ করেছে।বাংলাদেশের সাথে যৌথ অংশিদারিত্বে কাজ করবে দেশটি।এছাড়াও টেকনিক্যাল খাতে সহায়তা করতে আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত।চার সদ্যসের প্রতিনিধি দলে আরো ছিলেন Mr. Mark Strasser Deputy Director Global Affairs, Canada Ms. Corinne Petrisor, Counselor (Commercial Affairs) Mr. Kamal Uddin, Trade Commissioner High Commison Of Canada .এ সময় আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ গিয়াস উদ্দিন জনসংযোগ কর্মকর্তা।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর