March 28, 2024, 10:20 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

উপযুক্ত ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

উপযুক্ত ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

২২তম প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতি বিচার বিশ্লেষণ করে যাকে বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার মতো উপযুক্ত মনে করেছেন তাকেই তিনি নিয়োগ দিয়েছেন। আর বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার পদত্যাগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, তার পদত্যাগকে আমি শ্রদ্ধা করি। তার কারণ হলো তিনি বলেছেন, অনিবার্য ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। গত শুক্রবার দুপুরে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। গতকাল শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে পরিষ্কারভাবে লেখা আছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। সেই ক্ষেত্রে তিনি বিচার বিশ্লেষণ করে যাকে বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার মতো উপযুক্ত মনে করেছেন তাকেই তিনি নিয়োগ দিয়েছেন। এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার এবং আমি সেটাকে শ্রদ্ধা করি। বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার পদত্যাগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ নিয়োগের পরে যিনি অস্থায়ী প্রধান বিচারপতি ছিলেন, যিনি জ্যেষ্ঠ বিচারপতি, তিনি নিয়োগপ্রাপ্ত হননি। সে কথা তিনি লিখেন নাই, কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগকেও আমি শ্রদ্ধা করি। তার কারণ হলো তিনি বলেছেন, অনিবার্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন। এটা যেহেতু তার এখতিয়ার তার পদত্যাগের ব্যাপারে আমার কিছু বক্তব্য নাই। আনিসুল হক বলেন, আমি শুধু বলতে পারি তিনি মহামান্য রাষ্ট্রপতির যে সিদ্ধান্ত সেটাকে শ্রদ্ধা করতে পারতেন। যেমন আমরা সকলেই সেটাকে শ্রদ্ধা করি। শুধু সিদ্ধান্ত নিয়েছেন সে কারণেই যে শ্রদ্ধা করি তা নয়, এটা মহামান্যের একমাত্র এখতিয়ার। ক্ষমতাটা মহামান্য রাষ্ট্রপতির, সে জন্য এবং এ সিদ্ধান্ত আসার সময় নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করে দিয়েছেন। সে ক্ষেত্রে আমার মনে হয় যে বিচার বিভাগ আরও সমৃদ্ধ হলো। আমার মনে হয় এতে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা অক্ষুণ্ণ থাকবে, বলেন আইনমন্ত্রী। হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খুব শিগগিরই দেখবেন হাইকোর্ট বিভাগে নিয়োগ হবে। প্রধান বিচারপতি আজ (গতকাল শনিবার) শপথ নেবেন। আমার মনে হয় তিনি শপথের পরে নিশ্চয়ই এ নিয়োগের ব্যাপারে তৎপর হয়ে যাবেন। নতুন প্রধান বিচারপতির কাছে প্রত্যাশা নিয়ে তিনি বলেন, আমার মনে হয়, এর আগে যে প্রধান বিচারপতি (বিচারপতি এসকে সিনহা) ছিলেন, তিনি যেভাবে বিচার বিভাগকে রাজনীতিকরণ করার চেষ্টা করছিলেন এবং তিনি যেভাবে বিচার বিভাগকে কলুষিত করেছেন সেখান থেকে বিচার বিভাগকে আমাদের বর্তমান প্রধান বিচারপতি নিশ্চয়ই বিচার বিভাগকে আরও উন্নত সমৃদ্ধশালী করবেন। যেটা অস্থায়ী বিচারপতির আমলেও কিছুটা হচ্ছিল। আপনারা যেটা দেখছেন যেসব সমস্যা জিইয়ে রাখা হচ্ছিল, সমাধান করা হচ্ছিল না, রাজনীতিকরণের চেষ্টা হচ্ছিল সেগুলো অস্থায়ী প্রধান বিচারপতির সময়ে অনেকগুলো সমাধান করতে পেরেছি। নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা সমন্নুত রাখবেন বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর