March 29, 2024, 10:52 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

ইয়াবা বেল্লালের অত্যাচারে অতিষ্ঠ লক্ষ্মীপুরের হামছাদী ইউনিয়ন বাসী

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা আবদুল হালিমের ছেলে ডাকাত আজগরের ছোট ভাই বেল্লাল ইয়াবা ব্যবসা করে এলাকার যুব সমাজকে নষ্ট করিতেছে। বেল্লাল এর নামে কোন মামলা নেই পুলিশের খাতায়, কিন্তু তাকে খোজ করেও পাই না পুলিশ। প্রকাশ্য ভাবে ইয়াবা ব্যবসা করে যাচ্ছেন দক্ষিন হামছাদী ইউনিয়নের বেল্লাল ওরফে মনা। এ কাজে তিনি তার দুটি বন্ধুকে ও ব্যবহার করেন বলে এলাকায় জনশ্রুতি আছে। একটি নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে চায়ের দোকানের আড়ালে মূলত বেল্লাল ইয়াবার নেটওয়ার্ক তৈরি করেছেন। একজন চিহৃত ইয়াবা সেবনকারী জানান, বেল্লাল এ কাজে পরিবারের পাশাপাশি স্থানীয় কয়েকজনকে কমিশনের মাধ্যমে ব্যবহার করেন।তাদের বেশিভাগই ছাত্র পাচারকারী, এলাকার লোকের দাবি। এ ব্যাপারে জানতে চাইলে বেল্লালের বড় ভাই জানান, তার বাবা ও ভাই প্রশাসনকে টাকা দিয়ে ইয়াবা ব্যবসা করছেন। তা সবাই জানে। এ ব্যাপারে সাংবাদিকদের নাক না গলালেও চলবে বলে মন্তব্য করেন তিনি। তাদের বিরুদ্ধে নিউজ করলে চাঁদা দিতে হবে,আর চাঁদা না দিলে খুন করা হবে বলেও হুমকি দেন তিনি। এদিকে প্রকাশ্যে ও শক্তিপ্রয়োগ করে ইয়াবার ব্যবসা করলেও তার নামে থানা ও সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িতে কোন মামলা নেই বলে জানাগেছে। এ কারনে বেল্লাল দিন পর দিন আরো বেপরোয়া হয়ে উঠেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্ত বেল্লাল কাছে জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন, আমি সরকারী দলের নেতা। থানা পুলিশও সব তার প্যাকেটে জানিয়ে অকথ্য ভাষায় এ প্রতিবেদকে গালিগালাজ করেন তিনি। গত শনিবার বেল্লাল ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রকাশ্যে নজরুল ইসলামের বসত ঘর ভাংচুর করেন। নজরুল ইসলাম বেল্লালের সন্ত্রাসী বাহিনীকে চাঁদার টাকা না দেওয়া তাহার ঘরে থাকা প্রায় ৩ লক্ষ টাকা মালামাল লুটে নেয় আজগর ও বেল্লাল বাহিনী। বেল্লাল ও তার বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত এলাকার মানুষকে হত্যার হুমকী ধামকী দিচ্ছে। এখন নিরাপত্তায় ভুগিতেছি এলাকার বাসিরা। অভিলম্বে ইয়াবা কারবারি বেল্লালকে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি ওই এলাকায় ডাকাতি ও ইয়াবা কারবারিদের প্রশ্রয় দেয়া হবেনা। এবিষয়ে দক্ষিন হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম জানান,বেল্লালের বিরুদ্ধে এলাকা থেকে অনেক অভিযোগ আসে। তার ভাইকে ডাকাতি মামলা কারণে কয়েক বার পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু আদালতের জামিন পেয়ে আবারও এলাকায় এগুলো করিতে।আমি প্রশাসনকে অনুরোধ করে বলবো তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য।
 প্রাইভেট ডিটেকটিভ/ ২৮ এপ্রিল ২০১৯/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর