March 28, 2024, 8:42 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

আমি একজন মেয়ে না,আমি একজন মানুষ

মিথুন,পাটগ্রাম (লালমনির হাট) প্রতিনিধিঃ
লালমনির হাট পাটগ্রাম উপজেলায় একজন আর্দশ নারী পুলিশ সুপার আগমনে পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজে আনন্দঘনপরিবেশে র সৃষ্টি হয়
তিনি বলেন” আমি একজন মেয়ে না, আমি একজন মানুষ ”এই চিন্তা মাথায় রেখে সাম্নের দিকে এগিয়ে যেতে হবে তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় প্রধান একজন নারী, দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে, পিছিয়ে নেই। আমরা গর্ব করি নিজেদের পদ্মা সেতু নিজেরাই তৈরি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলেছে। নারীদেরকে দূর্বল ভাবার কোনো অবকাশ নেই। নারীদেরকে সম্মান করতে হবে। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাটগ্রাম মহিলা কলেজে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সামাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিপিএম, পিপিএম আবিদা সুলতানা এসব কথা বলেন। কলেজের বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ভবনে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, ‘স্কুল, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় যে ছেলে গুলো মেয়েদেরকে বিরক্ত করে, ইভটিজিং করে তারা তাদের পরিবার থেকে মেয়ে ও নারীদেরকে সম্মান দেওয়ার কথা শিখেনি। যে ছেলে তার মা, বোনকে সম্মান করবে সে ছেলে কখনই একজন মেয়ে বা নারীকে ইভটিজিং বা খারাপ কথা বলতে পারবে না। ’ এ সময় তিনি ছাত্রীদেরকে আবেগ দিয়ে সম্পর্কে না জড়াতে, বাল্যবিয়ে না করা, পরিবারে কেউ যাতে মাদক সেবন, পরিবহণ, বিক্রি না করে, নারী পাচার ও নির্যাতন যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ, সর্তক থাকার বিভিন্ন উপায় বলে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, কলেজের গভর্নিং বডির সদস্য আবু তালেব, মাওলানা সাইদুর রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন- সহকারি পুলিশ সুপার (বি- সার্কেল) তাপস সরকার, পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত, কলেজের প্রভাষক, শিক্ষক ও ছাত্রীবৃন্দ। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন- ‘সারাদিন স্মার্ট ফোন নিয়ে ছাত্রীদের পড়ে থাকলে হবে না। কষ্ট ও পরিশ্রম ছাড়া কেহই বড় হতে পারে না। ভবিষ্যৎ সাজাতে হলে লক্ষ্য, উদ্দেশ্য ঠিক রেখে লেখা- পড়া করতে হবে।লালমনিরহাট জেলা প্রথম কোন মহিলা পুলিশ সুপার (এসপি) পদে যোগ দিচ্ছেন। তিনি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক আবিদা সুলতানা। তিনি বর্তমান এসপি এসএম রশিদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। আবিদা সুলতানা ২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে প্যারেডে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ৪ বার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে পুলিশ সপ্তাহে চাঁদপুর জেলার তৎকালীন পুলিশ সুপার শামসুন্নাহার প্রথম নারী কর্মকর্তা হিসেবে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর