March 28, 2024, 10:33 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা সাংবাদিকতা ও প্রগতিশীলতা ক্যাটাগরীতে তৃতীয় পুরস্কার পেলেন এমদাদ উল্যাহ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতায় ‘আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রেক্ষাপট ও প্রগতিশীলতা’ ক্যাটাগরীতে তৃতীয় পুরস্কার পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাংবাদিক ও তরুণ কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার হিসেবে তিনি সনদ, ক্রেষ্ট ও একসেট বই গ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সীরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সদস্য সচিব মাহফুজ আনাম, অধ্যাপক মাহবুব মুর্শিদ, অধ্যাপক মোঃ চেঙ্গিশ খান, সাংবাদিক কাজল রশিদ শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ইমরান মাহফুজ। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত শিক্ষাবিদ, সাংবাদিক, কলামিস্ট, প্রবন্ধ প্রতিযোগীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিজয়ী সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ দৈনিক বাংলাদেশের খবরের চৌদ্দগ্রাম প্রতিনিধি ও সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখি করেন। ইতোপূর্বে মালয়েশিয়া ভিত্তিক একটি প্রতিযোগিতায় তিনি নগদ দশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর