March 28, 2024, 7:49 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

আন্দোলন থেকে সরে আসলেন সাত কলেজ শিক্ষার্থীরা

আন্দোলন থেকে সরে আসলেন সাত কলেজ শিক্ষার্থীরা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত হয়ে তারা চলমান বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশ ও খাতা পুনর্মূল্যায়ন, সাত কলেজের জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ, প্রতিটি বিভাগে মাসে দু’দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেওয়া এবং সেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু।

আন্দোলনকারীদের সমন্বয়ক আবু বকর বলেন, আমরা আজও (গতকাল) বিক্ষোভ কর্মসূচি পালন করি। পরবর্তীতে উপাচার্য স্যারকে স্মারকলিপি দিলে তিনি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

অপরদিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্রুত ফলাফল, অকৃতকার্যদের আবেদন, স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণসহ কয়েকটি বিষয়ে আশ্বাস্ত করেন বলে জানান আন্দোলনকারীরা।

অধিভুক্ত সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর