March 29, 2024, 7:33 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক:
খ্যাতিমান মানবাধিকার তাত্ত্বিক, নজরুল গবেষক ও সমাজবিজ্ঞানী তামিজী স্যার (মু. নজরুল ইসলাম তামিজী) কে সভাপতি ও কবি তৌহিদুল ইসলাম কনককে সাধারণ সম্পাদক করে  ৫১ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ১৪ জুন ২০২২, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে এ কমিটি অনুমোদন করেন মাননীয় বিচারপতি আলী আসগর খান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সহ-সভাপতি পদে নজরুল গবেষক দীপা দাস (ভারত), দুই বাংলার কবি প্রদীপ মিত্র, কবি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, কবি ড. সাহিদা বেগম, ব্যাংকার রুহুল আমিন খান, ড. প্রিয়াঙ্কা নিয়োগী (ভারত), নাজনীন আক্তার বিউটি, পেশাজীবী নেতা শেখ হাবিবুর রহমান, শিক্ষক মোঃ শাহজালাল, কবি আমির হোসেন, মঃ মঞ্জুর হোসেন ঈসা, কবি ও সাংবাদিক জাফর সেলিম, কবি লুৎফর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অধ্যাপক রোখসানা মহুয়া, কবি বাপ্পি সাহা, কবি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নার্গিস জুঁই, কবি অস্মিতা গাঙ্গুলি (ভারত), কবি জান্নাতুল ফেরদৌসী, কবি অনামিকা চৌধুরী,  দপ্তর সম্পাদক পদে সাংবাদিক কামরুজ্জামান জনি, সংস্কৃতিক সম্পাদক পদে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী তানিয়া পাল (ভারত), প্রকাশনা সম্পাদক পদে শিক্ষক বলাই চন্দ্র দত্ত, আইন সম্পাদক পদে এডভোকেট ওয়াসিম খলিল, শিক্ষক তাহমিনা সুলতানা, সদস্য পদে রুবেল আহমদ, সেলিম খান প্রমুখ।  নবনির্বাচিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কবি নির্মলেন্দু গুন, বিচারপতি সিকদার মকবুল হক, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ,বিচারপতি ফয়সাল মাহমুদ মিয়াজী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাপসার সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন,  বিএডিসির জয়েন্ট কন্ট্রোলার (অডিট) মোহাম্মদ ইমাম হোসেন প্রমুখ।

উল্লেখ যে, বিগত ১৯ মে ১৯৫১ খৃঃ শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঢাকার জুবিলী হাই স্কুলে এক সভায় প্রতিষ্ঠিত হয় নজরুল সাহিত্য পরিষদ। এ সভায় সভাপতিত্ব করেন বেগম শামসুন নাহার মাহমুদ।
প্রথম কার্যকরী কমিটি : ১) সভাপতি  মুহাম্মদ হবীবুল্লাহ বাহার, ২) সহ সভাপতি ডা. কাজী মোতাহার হোসেন, ৩) সহ সভাপতি বেগম শামসুন নাহার মাহমুদ, ৪) সহ সভাপতি, অমিয় ভূষণ চক্রবর্তী, ৫) সহ সভাপতি,    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ, ৬) সেক্রেটারি, খান মুহাম্মদ মঈনুদ্দিন, ৭) সহ সেক্রেটারি, আলাউদ্দিন আল আজাদ, ৮) সহ সেক্রেটারি, মুহাম্মদ মুসা খাঁ, ৯) সহ সেক্রেটারি, বজলুর রহমান, ১০) সদস্য কবি সুফিয়া কামাল, ১১) সদস্য, ফজলুর রহমান, ১২) সদস্য সারোয়ার মুরশেদ, ১৩) সদস্য আতোয়ার রহমান, ১৪) সদস্য শ্রী অনিল চন্দ্র ঘোষ, ১৫) সদস্য শ্রী সুনীল চক্রবর্তী, ১৬) সদস্য নূরজাহান মুরশেদ, ১৭) সদস্য শ্রী অজিত গুহ, ১৮) সদস্য    শ্রী জোতির্ময় গুহ ঠাকুরতা, ১৯) সদস্য ড. মুহাম্মদ শহীদুল্লাহ্, ২০) সদস্য এম আকবর আলী এমএসসি, ২১) সদস্য এস এম আকবর উদ্দীন, ২২) সদস্য অধ্যাপক মুনীর চৌধুরী, ২৩) সদস্য, আবদুল্লাহ আল মুতী, ২৪) সদস্য, আবুল কালাম শামসুদ্দীন, ২৫) সদস্য মুজীবুর রহমান খাঁ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর