March 19, 2024, 1:10 pm

সংবাদ শিরোনাম
সিলেট তামাবিল মহাসড়কে ক্যারিক্যাব ও পিকআপের সংঘর্ষে নিহত ৫, আহত ৭ কুড়িগ্রামে ৩ শতাধিক রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণায় পুলিশ সিংড়ায় চলনবিলে সরকারী খাল দখলমুক্ত হওয়ায় মাছ ধরলো শত শত মানুষ র‍্যাবের অভিযানে রাজশাহীর বানেশ্বরে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় চক্রের মূলহোতা’সহ গ্রেফতার- ৩ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাতির জনকের প্রতিকৃতিতে লালমনিরহাট জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন তিস্তা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলবদ্ধ হামলা লুটপাট ও ভাঙচুর, রমেকে ভর্তি র‍্যাবের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, ফেন্সিডিল ও নগদ অর্থ উদ্ধার’ ০৮ পেশাদার জুয়ারী ও মাদকসেবী গ্রেফতার চিনিকলের প্রশাসনিক কর্মকর্তা ও বেতারের সাবেক শিল্পী নাজমুল ইসলামের ইন্তেকাল

আইবিএ দল ব্যাটল অব মাইন্ডস গ্লোবাল চ্যাম্পিয়ন

আইবিএ দল ব্যাটল অব মাইন্ডস গ্লোবাল চ্যাম্পিয়ন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘ব্যাটল অব মাইন্ডস-২০১৮’ এর গ্লোবাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) দল ‘জে নে সে কোয়া’।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল রাউন্ডে অটোরিকশায় রাইড শেয়ারিংয়ের জন্য দলটির প্রস্তাবিত মৌলিক ধারণাটি সেরা বিবেচিত হয়েছে।

এর মাধ্যমে অটোরিকশার যাত্রী এবং চালকরা একটি প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য ভাড়া নিয়ে সমঝোতা করতে পারবেন।

আয়োজক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটি বাংলাদেশ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রেক্ষিতে তৈরি আইবিএ দলের এই অ্যাপে অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে কলার আইডি মাস্কিং, রাইডের সময়সূচি ও ভাড়া করার সুবিধা।

২০০৪ সাল থেকে বিএটি বাংলাদেশ এই আয়োজন করে আসছে। আয়োজনের ১৫তম বর্ষে এবার এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেছে।

৩৩টি দেশ থেকে বিজয়ী প্রতিযোগিরা আঞ্চলিক পর্যায়ে এবং সর্বশেষ তিনটি দল চূড়ান্ত পর্যায়ে লন্ডনে গ্লোবাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বীতা করে।

এর আগে গত মে মাসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসা পরিকল্পনা বিষয়ক এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফলাফলেও সেরা হয় ঢাবির আইবিএ দল।

বাংলাদেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের তিন হাজার ৩০০ জন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় অংশ নেন।

শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ ছিল তাদের ধারণাকে বাংলাদেশের বাজারের উপযোগী হিসেবে তৈরি করা এবং টেকসই উন্নয়নের লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে কীভাবে ভূমিকা রাখবে তা প্রমাণ করা।

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, “সামগ্রিকভাবে বাংলাদেশের মানবসম্পদের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর