-
- সাহিত্য
- স্মৃতিতেই বাঙালী-রাকিব হোসেন)
- আপডেট সময় October, 11, 2022, 4:41 pm
- 89 বার পড়া হয়েছে
স্মৃতিতেই বাঙালী
(লেখকঃ মোঃ রাকিব হোসেন)
জন্মেছি এই সোনার বাংলায়, মাটিই আমার সব।
স্বাধীন বাংলার ইতিহাসে, বাঙালিরাই সব।
দেশ স্বাধীনে জীবন গেছে, বহু বাংঙালীর।
জীবন দিয়ে আনছে তারা,স্বাধীন বাংলা যে।
স্বাধীন বাংলার ইতিহাসে, থাকবে স্মৃতি হয়ে,
জীবন দিয়ে গেছ তোমরা, বাংঙালী জাতিকে।
সোনার বাংলার ইতিহাসে, থাকবে সবই রয়ে,
ইতিহাসের পাতায় রবে, সবকিছু সাজিয়ে।
এ জাতীয় আরো খবর