March 19, 2023, 12:39 am

সংবাদ শিরোনাম
দীর্ঘ সেশনজটের কবলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ কলেজ ছাত্রীকে ধর্ষণ পুলিশ সদস্য গ্রেফতার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির তেলেছমাতি ৪৫০ কোটি টাকা টেন্ডার অনিয়ম নোম্যান্সল্যান্ডে আবারো কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের,বিজিবির বাঁধা মোংলা ইপিজেডে অগ্নিকাণ্ড এসকেভেটোর দিয়ে সরানো হচ্ছে পুড়া স্তুপ কুতুবদিয়ায় চট্টগ্রাম র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে জলদস্য প্রধান মোশারফসহ ২ জন আটক ৮ টি অস্ত্র উদ্ধার বেচেঁ থাকাই যেখানে সংগ্রাম শফিকুল সফুরা দম্পতির উলিপুরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উপহার পেল শীতার্ত মানুষ রাজাপুরে জেলেদের মাঝে ছাগল বিতরণ
ছবি: সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে: আইজিপি

অনলাইন ডেস্ক:-

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদক ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। আমাদের বাহিনীর সদস্যরা প্রযুক্তিনির্ভর, জনবান্ধব, সেবাবন্ধব। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করছে। আমাদের পেশাগত উৎকর্ষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশের নিয়োগ পদায়ন ও পদোন্নতির স্বচ্ছতা আজ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, সংস্থা ও সংগঠন আমাদের কার্যক্রমের প্রশংসা করেছে। সর্বক্ষেত্রে আমাদের এই স্বচ্ছতা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, সব শ্রেণি-পেশার মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে হবে। থানাকে সেবা প্রদানের কেন্দ্র হিসেবে বিবেচনা করে থানার সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সফলতার মাধ্যমে আমরা মানুষের আকাঙ্ক্ষা বৃদ্ধি করেছি। থানা থেকেও একইভাবে সেবা দিয়ে পুলিশকে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভরসার জায়গা ধরে রাখতে হবে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক ও দুর্নীতি দেশের নীরব ঘাতক। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে। আমাদের সব সদস্য প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করবেন।

পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশ বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদক প্রতিরোধ করে আমাদের সেই সাফল্য অর্জন করতে হবে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে। একইভাবে সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে দায়িত্ব পালন করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর