-
- সারাদেশে
- মোংলায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত
- আপডেট সময় January, 19, 2023, 9:14 pm
- 23 বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি::
বাংলাদেশ আওয়ামীলী বাগেরহাট জেলা যুবলীগের
সস্মেলন সফল করার লক্ষে মোংলা উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে মোংলা দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেলে বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার’র সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল-মামুন’র সঞ্চালনায় বক্তৃতা রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ্ নেওয়াজ মোল্লা দোলন, মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, বাগেরহাট জেলা যুবলীগের সদস্য সরদার জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসীম আরমান, এবং ইউনিয়ন ও পৌর যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকেরা। এ সময় যুবলীগের ২৫ জানুয়ারী বাগেরহাট জেলা সস্মেলন সফল করার লক্ষ’কে গুরুত্ব দিয়ে যুবসমাজের সংগ্রামী চেতনার ধারা আরো শাণিত ও বেগবান করার প্রত্যায় ব্যাক্ত করে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিব এ দেশের যুবসমাজের বুকে অদম্য শক্তির যে বহ্নিশিখা প্রজ্বলিত করে গেছেন, যে প্রেরণা তিনি যুগিয়ে গেছেন, সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে যুবলীগ এদেশের যুবসমাজকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবে। এর আগে জেলা নেত্রিবৃন্দ দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় আয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর