বিকাশ চন্দ্র প্রাং, নিজস্ব প্রতিবেদক:
“ধর্ম যার যার উৎসব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। তিনি নিজ উদ্যোগে
রবিবার শহরের জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে প্রায় ৫শত গরীব, অসহায় ও খেটে খাওয়া নিম্মআয়ের মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে লাচ্ছা, চিনি, দুধ ও আতব চাল বিতরণ করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায় শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিল ভাইয়ের নির্দেশে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান বিমান কুমার রায়। তিনি আরো জানান, আপনারা দেখেছেন করোনা ভাইরাসের সংকটের সময় থেকে শহরের রাস্তায় আমি আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজের সাধ্যমতো খাবার সামগ্রী অসহায় মানুষদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছি। এছাড়াও মাঠ থেকে কৃষকদের ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছি। এছাড়াও চলতি রমযান মাসেও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করাসহ নতুন কাপড়ও বিতরণ করেছি। আমার এই ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত রাখবো। কারণ মানুষ মানুষের জন্যই। আমি মানুষের কল্যাণে কাজ করার চেস্টা করছি মাত্র। এসময় জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।