জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাল বৈশাখি ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত সহ ব্যাপক ক্ষতি হয়েছে। ২ মে সোমবার ভোরে জগন্নাথপুরের উপর দিয়ে কাল বৈশাখি ঝড় বয়ে যায়। এতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা গাড়ি চালক আজিজ মিয়ার বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এছাড়া উপজেলার আরো বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
এর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আজিজ মিয়া বসতঘর হারিয়ে এখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। স্ত্রী-সন্তানদের নিয়ে বিপাকে পড়ে গেছেন। নেই থাকার ঘর। ভেঙে গেল স্বপ্ন। বিলীন হয়ে গেছে ঈদের আনন্দ। কি থেকে কি হয়ে গেল। মুহুর্তে যেন সব কিছু ওলট-পালট হয়ে যায়। হতবাক-নির্বাক আজিজ মিয়া। এমনিতেই অভাব-অনটনের সংসার। গাড়ি চালাতে পারলে সংসার চলে। না পারলে কষ্টের শেষ নেই। এভাবে কোন রকমে চলছে জীবন-যাপন। তার উপর ঘরখানা ভেঙে দেয় নিদারুন তুফানে। এ যেন মরার উপর খাড়ার গা। যেখানে রাত পোহালে পরিবারের সকলকে নিয়ে ঈদ করার কথা। সেখানে সরকারি ঘর পাওয়ার একখান আবেদন লিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে রীতিমতো পাগলের মতো ছুটাছুটি করতে দেখা যায় আজিজ মিয়াকে। এ সময় আজিজ মিয়ার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। চোঁখ দিয়ে যেন অবিরাম ঝরছে অশ্রæ। সর্বদা হাসিমুখের মানুষ আজিজ মিয়া এখন কাঁদছে। তাই আবারো মাথা গোঁজারঠাঁই হিসেবে সরকারি একটি ঘর পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান ক্ষতিগ্রস্ত আজিজ মিয়া।